হামিদুর রহমান,মাধবপুর থেকে :
হবিগঞ্জর মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসব অনুষ্টিত হয়েছে। একদিন ব্যাপি পিঠা উৎসবে ১৮ টি স্টল বসে। এতে শতাধিক রকমের পিঠা আয়োজকরা মেলায় নিয়ে আসেন। মঙ্গলবার পিঠা উৎসবের উদ্বোধনী করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক সাবিনা আলম।
পরে কলেজ অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতির্থি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমূখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্ধ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দিন ব্যাপি পিঠা উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া লক্ষ্য করা গেছে।
পরে বিকেলে সেরা স্টল দাতাদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। এতে প্রথম পুরুষ্কার লাভ করেন বন্ধু মহল পিঠা ঘর, দ্বিতীয় স্থান লাভ করেন রূপসী বাংলা পিঠা ঘর, তৃতীয় স্থান লাভ করেন ইষ্টি কুঠুম।