এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে চাঁদা না দেয়ায় সাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী পিটিয়ে আহত করে তার জমি থেকে আখ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মোগল মিয়ার পুত্র কাশেম, মশ্বব আলীর পুত্র আরজু মিয়া, হান্নান মিয়া ও আলফু মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে আড়তদার সাহাবুদ্দিনের নিকট চাঁদা দাবি করে আসছে।
চাঁদা দিতে সাহাবুদ্দিন অস্বীকার করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ৬ ফেব্র“য়ারি সকাল ৯টার দিকে সাহাবুদ্দিনের আখ জমিতে এসে উলেখিতরাসহ ১০-১৫ জন লোক চাঁদার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে তার জমি থেকে আখ কেটে ক্ষতিসহ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাহাবুদ্দিনকে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্বৃত্তরা তাকে বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।