স্টাফ রিপোর্টার ॥ আইনজীবির বাসায় চুরির মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইদ্রিছ আলী (২৫) কে আটক করেছে পুলিশ।
সে শহরের খোয়াই মুখ এলাকার বাসিন্দা হাসন আলীর পুত্র। মঙ্গলবার রাত ৮ টায় চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম ও সদস্য জাহাঙ্গীর এবং ইকবালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে তাকে আটক করে।
পুলিশ জানায় ২০০৮ সালে মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা আইনজীবি আজমান আলীর বাসায় চুরি হয়। এ মামলার এজাহারভুক্ত আসামী ইদ্রিছ। এতদিন সে আত্মগোপনে ছিল। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।