মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে স্টার সিরামিকস কারখানায় হামলা ভাংচুরের ঘটনায় ১৯ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে কারখানার প্রধান ফটকের সামন থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো খালেকুজ্জামান (৩০), মনির (২৫), তারেক (২০), আরিফ (২২), সামসুদ্দিন (৩০), মাকসুদুর (২০), ফেরদাউজ (২২), জুনায়েদ (২০), ইসলাম (২০), জুয়েল (২২), শহিদুজ্জামান (২৫), জুয়েল রানা (২৩), অনিল (২২), রজিম উদ্দিন (২৫), রুবেল (২২), আলআমিন (২২), ছোটন (২৫), কাউছার (২৫), মহসিন (২১)।