এস এম সুরুজ আলী: বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া খেলার মাঠে গতকাল মঙ্গলবার শফিকুল ইসলাম উজ্জল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবলার কাজল আখনজী, হবিগঞ্জ মিশন অব স্টুডেন্টের সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জ্যোতিষ দাস, ইকবাল আহমেদ, হাসান, এমরান, আজিজুর রহমান, সমিরণ দাস, জালাল মিয়া, ফরহাদ, কামাল, তারেক, সালা উদ্দিন, রুবেল প্রমুখ। উদ্বোধনীয় টুর্নামেন্টে হবিগঞ্জ গোলন্ডেন স্টার ক্রিকেট ক্লাব বনাম বালিখাল ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে। এতে ১১ রানে হবিগঞ্জ গোলন্ডেন স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে বালিখাল ক্রিকেট ক্লাব জয়লাভ করে। খেলায় আম্পয়ারের দায়িত্ব পালন করেন জালাল মিয়া ও শিপন মিয়া। স্কোয়ারের দায়িত্ব পালন করেন আজিজুর রহমান। আজকের খেলায় নাতিরাবাদ বসুন্ধরা সংসদ বনাম আতুকুড়া নকীব স্টোর ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করবে। উল্লেখ্য হবিগঞ্জ মিশন অব স্টুডেন্ট এর সভাপতি শফিকুল ইসলাম উজ্জল এ টুর্নামেন্টের পন্সর করেন।