তোফাজ্জল হোসেন,শাহজীবাজার থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বাসের চাপায় মুর্শেদা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
এতে মহাসড়কের উভয়পাশে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলে দেয়। নিহত মুর্শেদা উপজেলার হরিতলা পশ্চিম গ্রামের রহমত আলীর মেয়ে। সে স্থানীয় শাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদা দুপুরে শাহপুরএলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় সিলেট থেকেঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকেচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন রতনপুর এলাকা থেকে বাসটি আটক করলেও চালক পালিয়ে
গেছে।