মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরায় রিচি দরবার শরীফের পীর সাহেব, আওলাদে রাসূল সা: হযরত মাও হাফেজ সৈয়দ জুনায়েদ ছাহেব (মাঃ জিঃ আঃ) কর্তৃক পরিচালিত মাদরাসা’ই আহমদীয়া ও খানকা’ই আহমদীয়ার ২য় বার্ষিক সুন্নী-মহা সম্মেলন গত ৭ ফেব্রয়ারী রোজ রবিবার সম্পন্ন হয়।
এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত মুরিদ মুমিন মুসলামানের উপস্থিতি ছিল চোখে পরার মত। উক্ত সু্ন্নী সম্মেলনে সভাপতিত্ব করেন রিচি দরবার শরীফের মুর্শিদে বরহক্ব পীরে কামিল হযরত মাওঃ হাফেজ সৈয়দ জুনায়েদ আহমদ পীর ছাহের। ওয়ায়েজ হিসেবে উপস্থিত মূল্যবান আলোচনা পেশ করেন, হযরত মাওঃ শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রাব্বানী, মুফতী মাওঃ এম.এ মজিদ পিরোজপুরী, মুফতী মাওঃ মোঃ আশরাফুল ওয়াদুদ হবিগঞ্জ, মুফতী মাওঃ মোহাম্মাদ আলমগীর হোসাইন- খতিব বায়তুল আমান জামে মসজিদ হবিগঞ্জ, মুফতি মাওঃ বদরুর রেজা সেলিম বাহুবল, মাওঃ রোকন উদ্দিন হেলালী আজমীরীগঞ্জ, মওঃ কামাল উদ্দিন আনসারী কিশোরগঞ্জ, মুফতি মাওলানা ক্বারী মোহাম্মাদ মোযযাম্মিল হক মাছুমী- খাদেম ফান্দাউক দরবার শরীফ, মাওঃ জিল্লুরর রহমান আশকী, মাওঃ আবুল বাশার, মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আল-আমীন, পরিচালনায় ছিলেন হাফেজ মোঃ সুলতান প্রমুখ।
সারারাত্র ব্যাপী মাহফেলে বক্তারা তাদের ঈমানদীপ্ত কন্ঠে কুরআন সুন্নাহ ভিত্তিক লা-মাযহাবী, আহলে হাদিস বাতিল ফেরকার বিরোদ্ধে এবং আহলে সুন্নাত ওয়াল জামতের খাটি অনসারী হয়ে হযরত শাহ জালাল রহঃ আদর্শে নিজেদেরকে গড়ে তুলার জন্য উৎসাহিত করেন। সবশেষে পীর ছাহেব উম্মতে মোহাম্মদী সাঃ এর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।