হামিদুর রহমান,মাধবপুর থেকে:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বাংলাদেশ সাম্যবাদী দল(এমএল)এর কর্মী সমর্থক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ সাম্যবাদীদল(এমএল)মাধবপুর উপজেলা শাখার উদ্দ্যেগে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ সাম্যবাদীদল মাধবপুর উপজেলা শাখার আহব্বায়ক কমরেড আলা উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সদস্য কমরেড বিকাশ বিরের সঞ্চালনায় কর্মী সমর্থক সমাবেশে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদীদলের কেন্দ্রীয় কমিটির পলিটবুরে্য সদস্য কমরেড ধীরেন সিংহ। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পলিটবুরে্য সদস্য কমরেড এম গণি,বাংলাদেশ সাম্যবাদীদল হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড.শশাংক দত্ত,বাংলাদেশ আওয়ামীলীগ মাধবপুর উপজেলা শাখার সহ সভাপতি রহম আলী,চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া,জাতীয় পার্টি মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির,আওয়ামীলীগের মাধবপুর উপজেলা শাখার সদস্য আজহার উদ্দিন ভূইয়া, কাউছার আহম্মদ,স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ এনামূল হক শাহরাজ,আঃ রশিদ মেম্বার,সদস্য কমরেড মকসুদ আলী,ওয়াকার্স পার্টি হবিগঞ্জ জেলা শাখার সদস্য প্রভাষক শফিকুল ইসলাম হারুন,প্রভাষক আমির হোসেন,সহকারী শিক্ষক ইমরুল হাসান,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান প্রার্থী কমরেড সৈয়দ শাহরুল ইসলাম সুমন,শ্রমিক নেতা প্রদীপ কুন্ড প্রমুখ।