এম এ আই সজিব ॥ বাহুবলে দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা গৃহকর্তাসহ তার ২ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। শনিবার দিবাগত গভীররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, বাহুবল উপজেলা সদরের সাতপাড়িয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সওদাগর মিয়ার ২ পুত্র দুবাই কর্মরত আছে। অন্য পুত্রদের নিয়ে তিনি বাড়িতে বসবাস করেন। ওই দিন রাত আড়াইটার দিকে ৭ থেকে ৮ জনের একদল মুখোশধারী ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
এ সময় বাঁধা দিরে গৃহকর্তা জয়নাল মিয়া (৪৫) ও তার পুত্র এমরান মিয়া (২০) কে কুপিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা জয়নাল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পুত্র এমরান মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে ওই গ্রামে ডাকাত আতংক বিরাজ করছে।