শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের পার্শবর্তী লস্করপুরে পুরান খোয়াই ব্রীজ হতে রেল গেইট পর্যন্ত সড়কের দু’ পার্র্শ্বে অবৈধ ভাবে স্তুপ করে বালু রাখায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই এলাকার এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে বালু মহাল থেকে তুলে এনে সড়কের দুপাশে স্তুপ করে রাখে। পরে এসব বালি বিক্রি করার জন্য রাস্তার পাশে বড় বড় ট্রাক দাড়ঁ করিয়ে বালি লোড করে থাকে ফলে রাস্তায় যান চলাচলের পাশাপাশি পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।
সরেজমিন দেখা যায়, লস্করপুরে একদল কুচক্র মহল বালি ব্যবসায়ী অসাধু উপায়ে সড়কের দু’পার্শ্বে বালি ফেলে স্টক করে রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে বালি লোড করছে। এ স্থানে সবসময় যানজট লেগে থাকে। এর ফলে যে কোন মূর্হতে প্রাণহানীর মত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, লস্করপুর থেকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি জন গূরুত্ব পুর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ এর চলাফেরা এই রাস্তা দিয়ে। গ্রামের কিছু প্রভাবশালি লোক রাস্তার উপর বালু ফেলে ট্রাক ও ট্রাকটর দিয়ে রাস্তা বন্ধ করে গাড়ীগুলো লোড আনলোড করছে, খেটে খাওয়া রিকসা চালকরা প্রতিনিয়ত পরছেন দূর্ঘনায়। গ্রামের এক পথচারী বললেন কি করবো এদের বিরোদ্ধে প্রতিবাদ করার কেউর সাহস নাই কেউ কিছু বললে তার উপর চলবে নির্যাতন তাই ভয়ে কেউ প্রতিবাদ করেনা। তবে এই নিরবে দূর্ভোগ সহ্য করা গ্রামের মানুষ এথেকে রেহাই পেতে চায়।
কোন ধরনের অভিযান না চালানোর ফলে রাস্তার দুপাশে স্তুপ করে বালি রাখায় সড়ক ছোট হয়ে যাচ্ছে এতে যান চলাচলে ও সাধারণ পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় সড়ক দূর্ঘটনা ও যানজট দিন দিন আগের তুলনায় বহুগুন বৃদ্ধি পেয়েছে এসব স্থানে। এলাকাবাসী জানান, সড়কের দুপাশে অবৈধ বালির ব্যবসা বন্ধ না হলে যে কোন মূর্হতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে, এ ব্যপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।