মোঃ আব্দুল হক রেনু শায়েস্তাগঞ্জ থেকেঃ আগামীকাল সোমবার হতে বুধবার ৩ দিন ব্যাপি ৮,৯ও ১০ ফেব্র“য়ারী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের অন্তর্গত কুটান্দর নামক দরবার শরীফে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে শত শত ভক্তবৃন্দরা তাদের মান্নত শিরনী আদায় ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে মহিষ, গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু নিয়ে উক্ত ওরশ মোবারকে যোগদান করবেন।
উক্ত ওরশ মোবারককে সফলতার লক্ষ্যে প্রশাসনিক ভাবেও কঠোর নিরাপত্তা জোরদার করা হবে বলে ওরশ কমিটির নেতৃবৃন্দরা এ প্রতিনিধি কে জানিয়েছেন। উক্ত ওরশ কমিটির পক্ষ থেকে মোতয়াল্লি সৈয়দ শফিকুল ইসলাম (এমাদ মিয়া) দরবার শরীফের পবিত্রতা রক্ষা ও ওরশ মোবারক সফলতার লক্ষ্যে সকল ভক্তবৃন্দদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।