মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় ট্রাক্টর ও পিক-আপ ভ্যানের সংঘর্ষে ৩ জন গুরতর আহত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, সাবেক ঢাকা-সিলেট মহা সড়কের পূর্ব তেলিয়াপাড়া সেলামী শাহ মাজার সংলগ্ন তেলিয়াপাড়া রেল ষ্টেশন গামী একটি ট্রাক্টর গাড়ী চালক বেপরোয়া ভাবে চালিয়ে আসার সময় সুরমা চা বাগান থেকে সাবেক ঢাকা-সিলেট মহা সড়কে উটা মাত্র পিক-আপ ভ্যানটি সংগে মুখোমুখী সংঘষ হয়। এ সময় ঘটনা স্থলে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।আহতরা হল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের স্বপন দেব (৩৫) ,শাহজাহানপুর গ্রামের জহির মিয়া (৪৫) ও একই গ্রামের হারুন মিয়া (২৮)। ওই দিন সন্ধায় মাধবপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার স্বপন দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতারে প্রেরণ করেন। ট্রাক্টর ও পিক-আপ ভ্যানটি হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁিড়তে আটক করে রাখা হয়।