এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় মাতাল স্বামীর হামলায় স্ত্রী আহত হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র মাদকাসক্ত ও সোনা কারবারী সাহেব আলী ছাবু (৩৫) ক্ষিপ্ত হয়ে নেশার টাকার জন্য তার স্ত্রী রেবা আক্তার (৩০) কে পিটিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।