এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দূরাত্ব আবারও বেড়ে গেছে কমেনি রোগীদের ভোগান্তি কমেনি। প্রতিদিনই গ্রামগঞ্জ থেকে আসা শত শত রোগীরা টিকেট নিয়ে দাড়িয়ে থাকলেও ডাক্তারের দেখা পাচ্ছেন না।
আবার কোন কোন ডাক্তার চেম্বারে বসে গল্পগুজবেই সময় কাটান বলে অভিযোগ করেন রোগীরা। জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র এই হাসপাতালটি। প্রতিদিনই দুরদুরান্ত থেকে বিভিন্ন রোগ বালাই নিয়ে শত শত রোগীরা কম টাকায় চিকিৎসা নিতে হবিগঞ্জ হাসপাতালে আসেন। ১০ টাকার টিকেট কিনে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও ডাক্তারের দেখা পান না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে ডাক্তারের অপেক্ষা করছেন। কিন্তু ডাক্তারের দেখা পাচ্ছেন না। আবার কোন কোন ডাক্তারকে চেম্বারে বসে গল্পগুজব করতেও দেখা গেছে। রোগীরা অভিযোগ করেন কয়েকদিন ধরে আসছেন, কিন্তু ডাক্তারের দেখা পাচ্ছেন না।