চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ এস আই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাকির মোহাম্মদ বাজার এলাকা থেকে মাদকসেবী সেলিম মিয়া (২৫) কে আটক করে।
সে উপজেলার পাইকুরা গ্রামের আকল মিয়ার ছেলে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় মাদকসেবী সেলিম মিয়াকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাশহুদুল কবীরের আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।