নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উ্পজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামে দুটি বাড়ীতে দুর্ধুষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকাতরা ৬ ভরি স্বর্ণালংকার, ১ লাখ টাকা, ৪টি মোবাইলসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় শংকরপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুদ মিয়ার বাড়ীতে ৮/১০ একদল সশস্ত্র মূখোশধারী ডাকাত হানা দেয়। তারা গ্রীল ভেঙ্গে বাসায় ঢুকে গৃহবধু সাজনা বেগমকে গলায় ছুরি ধরে নগদ ৫০ হাজার টাকা,২ ভরি স্বর্নালংকার ২টি মোবাইলসহ মালামাল নিয়ে যায়।
পরে ডাকাতদল একই গ্রামের হাজী শাহ রমজান মিয়ার বাসার পেছনের দরজা ভেঙ্গে ঢুকে শাহ রমজান মিয়ার ছেলে রবিউলকে হাত-পা বেধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালংকার ২ টি মোবাইল সহ মালামাল নিয়ে যায়। পাহারাদার ডাকাতবাহী মাইক্রোবাস আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শাহ রমজান মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ লুৎফুর রহমান জানান, থানা পুলিশে খবর দেয়া হয়ছে, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।