এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত কৃষি শিল্প ও বাণিজ্য মেলার সার্কাসে আসা নবাগত নায়কের হামলায় রুবেল মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছে।
সে শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। আহত সুমন জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা সে মেলার সার্কাসে শো দেখতে যায়। রাত ৮টার দিকে নবাগত চলচ্চিত্র নায়ক সংগ্রাম খাঁন ও নায়িকা মেঘা গাড়িযোগে সার্কাসের ভেতর প্রবেশ করে। গাড়ি থেকে নামার সময় রুবেল দৌড়ে তাদের পাশে গিয়ে দাড়ায়। এ সময় নায়ক সংগ্রাম ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে বেধড়ক মারপিট করে।
রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মেলায় আগত দর্শনার্থীরা জানান, সাকার্স আয়োজনকারীর নিরাপত্তার অভাবে এরকম ঘটনা ঘটেছে।