এম এ আই সজিব ॥ বাহুবলে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাকারইল ও ফতেহপুর গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষ হয়।
জানা যায়, উপজেলার কালাকারইল গ্রামের আফরোজ মিয়া ও ফতেহপুর গ্রামের আদম উলার মাঝে দীর্ঘদিন ধরে টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতেহপুর বাজারে দুই পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ফতেহপুর গ্রামের সিজিল মিয়া (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়া কালাকারইল গ্রামের সুইয়া (৩৪) ফতেপুর গ্রামের বিলাহ মিয়া (২৫), আশিক মিয়া (৩৫), আওয়াল মিয়া (৩৪), লুৎফুর রহমান (২৩), বিলাত মিয়া (৩৬) ও সাহেব আলী (৩০), কালাকারৈল গ্রামের সিরাজ মিয়া (২৬), কাঞ্চন মিয়া (২৫), আব্দুল হাই (৩৭), আব্দুর রউফ (৩৬), আবুল সালেহ (২৫), ছায়েদ মিয়া (২০), সায়েস্তা মিয়া (২৬), আতাউর রহমান (৩০) ও কানু চন্দকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন পুলিশ কনষ্টেবল খুরশেদ আলম ও রফিকুল ইসলাম হয়েছেন। তারা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।