মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নবীগঞ্জে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বহুমাত্রিক জ্ঞান অন্বেষনে মেধাবী প্রতিযোগীতা অনুষ্ঠান। সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে শুক্রবার সকালে নবীগঞ্জে নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এ মেধাবী প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাইফুর রহমান খানের পরিকল্পনায় কোন ধরনের নিবন্ধন ফি ছাড়াই উক্ত প্রতিযোগীতায় নবীগঞ্জ উপজেলার ১৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শত ৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
উক্ত প্রতিযোগীতাকে ঘিরে চারই দিকে বিরাজ করছিল উৎসব মূখর পরিবেশ। প্রথম বারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে আগামী ১৯ ফেব্রুয়ারী সর্বমোট ৩০ হাজার টাকার পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে। উক্ত প্রতিযোগীতায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, পরীক্ষা ব্যস্থাপক শামীম চৌধুরী, আইসিটি সমন্বয়ক শ্যামল সরদার, মিডিয়া সমন্বয়ক মতিউর রহমান মুন্না, সার্কেল ডিরেক্টর মুহিবুর রহমান খান, পরীক্ষা সমন্বয়ক আলী আমজদ মিলন।
প্রতিযোগীতা চলাকালে পরিদর্শন করেন, শিক্ষানুরাগী তরুন সমাজ সেবক গোলাম রসূল রাহেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, লন্ডন প্রবাসী রুহেল মিয়া, আমেরিকা প্রবাসী জাকিরুল ইসলাম চৌধুরী, কলেজ অধ্যাপক আরজ আলী শেখ, অসিম কুমার রায়, অ্যধাপক মোস্তাহিদ উদ্দিন, শেভরনের কমিউনিটি অফিসার মুরাদ আহমদ, শিক্ষক কাঞ্চন বনিক, নবীগঞ্জ নিউজের সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, শিক্ষক জাহাঙ্গীর বখত, ক্রীড়া ব্যক্তি ফুরুক চৌধুরী, সাংস্কৃতিক কর্মী জাকারিয়া হোসেন অপু, মাজহারুল আহমেদ অপু, ইউকে আইসিটির পরিচালক ফসয়ল চৌধুরী, মাসরুল আহমেদ, বাবলু , রুবেল আহমদ চৌধুরী প্রমুখ। এতে আর্থিক সহযোগীতা করেন আবুল কালাম ট্রাষ্ট ইউকে ফাউন্ডার ও সময়ের যাত্রী পত্রিকার সম্পাদক ইফতেখার আলম।