হবিগঞ্জ প্রতিনিধি : ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচন বাতিল এবং ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচীতে বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশে রাজপথ-নৌপথ-রেলপথ- অনিদষ্টকালের অবরোধের ১ম দিনে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা ছাত্রদলের সোনালী অতীতের ফসল,সাবেক দুই সভাপতি আমিনুর রশীদ এমরান,আড.কামাল উদ্দিন আহম্মদ সেলিমের নেতৃত্বে অবরোধ চলাকালীন সময়ে বিক্ষোভ মিছিলটি বের হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা ফারুক আহম্মদ,হাজী ফজলুর রহমান টেনু,আজম উদ্দিন,তুষার চৌধুরী, আড. আফজাল হোসেন,দেলোয়ার হোসেন চৌধুরী,মোহাম্মদ নানু মিয়া, মুকিম চৌধুরী, এস এম সোহাগ,মাসুক মিয়া,আড.আব্দুল আজিজ,এস.এম.আওয়াল,জহিরুল হক শরিফ, জহিরুল ইসলাম সেলিম, শাহ যুবরাজ সুমন,আবুল কাসেম,সফিকুল ইসলাম,সেলিম রানা, কিম্মত আলী, আলপনা চৌধুরী মাসুদ,ইকবাল খান,জামিউর রহমান জামু, মিজানুর রহমান সোহেল,আব্দুস সাত্তার রনি,মোহাম্মদ মেরাজ,মোস্তাফিজুর রহমান পলাশ,হারিস মিয়া,আবিদুর রহমান বুলবুল,সাইফুল ইসলাম,সফিকুল ইসলাম,শেখ মো: রাসেল, এস.এম.রমজান, রাসেদুজ্জামান রকি,আরিফ,মোহিদ,মবিন প্রমুখ।