দুবাই থেকে বিশেষ প্রতিনিধি : দুবাইয়ে আনজুমানে খোদ্দামূল মুসলিম শারজাহ্ প্রার্দিশিক শাখা কতৃর্ক আয়োজিত ঈদেমিলাদুন্ন নবী মাহফিলে । কেরাত ও হাম নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । কেরাত প্রতিযোগিতায় ৩য় পুরুষ্কার পান হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও গ্রামে হাফেজ মোঃ মইন উদ্দিন,সে সবার কাছে দোয়া প্রার্থী । উক্ত মিলাদুন্ন নবী মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ দিদারুল আলম,প্রধান অতিতি আল্লামা ফজলুর কবির চৌধুরী,হাফেজ মাওলানা নুরুল বশীর,মাওলানা আবু ছালেহ জঙ্গী,মাওলানা আব্দুল গফুর,কাজী এনামুল হক,হাজী সফি,হাবিবুর রহমান আত্তারী সহ প্রমুখ । এছাড়া অনেক সুন্নী আশেকে রাসুল উপস্থিত ছিলে । পরে মিলাদ ও দোয়া কেয়ামের মধ্যো দিয়ে মাহফিল সমাপ্তি হয় ।