নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি’র মনোনিত নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেয়াকে কেন্দ্র করে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ফলে আগামী ১০ ফের্রুয়ারীর নির্ধারিত সংবর্ধনা অনুষ্টান স্থগিত ঘোষনা করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় ও স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে গণ সংবর্ধনা দেয়ার জন্য অতি উৎসাহি এবং আসন্ন ইউপি নির্বাচনে কিছু নেতাকর্মী উদ্যোগ নেন। আগামী ১০ ফের্রুয়ারী তারিখ নির্ধারন করে গতকাল বৃহস্পতিবার সকালে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরী এক পরামর্শ সভা আহ্বান করা হয়। ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক বয়েত উল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সুফি মিয়া মেম্বার, জিয়াউর রহমান জিয়া মেম্বার, ইউপি যুবদলের সভাপতি নুর আলী, আবুল কাশেম, মোশাহিদ আলী, হাফিজ আহমদ লুলু, শোয়েবুর রহমান, কাপ্তান মিয়া, শাহীন আহমদ, নুর উদ্দিন, আলী মিয়া, আনহার মিয়া, রাসেল আহমদ ও আজিম উদ্দিন প্রমূখ। সভায় ১০ ফের্রুয়ারীর সংবর্ধনা নিয়ে বক্তব্য আসলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা দেখা দেয়। বিভক্তি নেতাকর্মীদের দাবী সংবর্ধনা দিতে হলে নব নির্বাচিত মেয়র এর পাশাপাশি বিএনপি ও যুবদলের অন্যান্য নির্বাচিত কাউন্সিলরদের একত্রে সংবর্ধনা দেয়ার আহ্বান জানান।
এনিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার এক পর্যায়ে বেশীর ভাগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী ১০ ফের্রুয়ারীর সংবর্ধনা অনুষ্টান স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে সকলের সমন্বয়ে সংবর্ধনার উদ্যোগ নেয়া হবে। ফলে উত্তোপ্ত বিএনপির এই সভাটি শান্ত হয়।