মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে“ মান সম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” এ শ্লোগানকে সামনে রেখে একটি বনার্ঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রবিউল আলম, মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এবিএম সালেম,প্রধান শিক্ষক জাহেদ আলী, প্রধান শিক্ষক হাজ্বী আবু আহম্মদ কামরুল হুদা, প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক সুপ্রীতি রানী হাওলাদার প্রমূখ।