এম এ আই সজিব ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া কেয়ার বাংলা এনজিও’ অফিসের নিকট থেকে দীলিপ চন্দ্র দাস (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শ্রী গুরুপদ দাসের পুত্র।
বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ভাটিপাড়া গ্রামের লোকজন ওই স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বানিয়াচং থানার ওসির নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে স্কুল ছাত্রী নিহত প্রেরণ করে।
নিহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়, তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে সে বাড়িতে থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। এব্যাপারে ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তবে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।