চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি অনুমোদর দিয়েছে জেলা বিএনপি।
নতুন কমিটিতে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক পদে উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব শামছুল হক তালুকদার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কুতুবুল আউলিয়া মাঠ প্রাঙ্গনে বর্ধিত সভায় আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরকার মোঃ সহিদ, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, এডভোকেট মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, যুগ্ন সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, এডভোকেট আব্দুল হাই, যুগ্ন সম্পাদক মীর সিরাজ আলী, আঃ করিম সরকার, মোঃ আইয়ূব আলী তালুকদার, শওকত আলী, কাউসার বাহার, কবির মিয়া মাষ্টার, শফিকুর রহমান জামাল, এম এ ছোবহান. আঃ রব মাষ্টার, হাজী আব্দুল মালেক, সফিকুর রহমান তালুকদার, আব্দুল আহাদ চৌধুরী লিটন, লুৎফুর রহমান ছানু, ইব্রাহিম কবির, যুবদল নেতা আঃ মতিন, এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, ছাত্রদলের আহবায়ক আবু নাইম হালিম, আজাদ তালুকদার, আব্দুল মুকিত।
সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং পাইকপাড়া ইউনিয়নে মোঃ আইয়ূব আলীকে বিএনপির একক প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।