প্রেস বিজ্ঞপ্তি : নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফে ৪ঠা ফেব্রয়ারী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ছাপরতলা ইউনিয়নে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফে উত্তর হাবেলীতে আগামী ৪ফা ফেব্রুয়ারী ২০১৬ইং, ২২শে মাঘ ১৪২২ বাংলা বৃহস্পতিবার আওলাদে রাসুল (দঃ) রাসুল (দঃ) সুলতানুল আউলিয়া, গাউছে বাংলা গাজী, পীরে কামেলে মুকাম্মেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত, কুতুবে জামান হযরত শাহ সৈয়দ নজিবুল হোসাইনী (রঃ)ওরফে জলফু সাহেব এর মহা পবিত্র ওরস শরীফ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশ বরেণ্য উলামায়ের কেরাম পীর মাশায়েখ তাশরীফ আনিবেন।
ঐদিন ওরস শুরু হওয়ার পূর্বে প্রথমে রওজায় গিলাফ ছড়ানো ও গোসল করানো হবে। বিকাল ৩টায় শতাধিক পশু জবাই এবং রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস সমাপ্তি হবে। এ পবিত্র ওরস মোবারক সফল করার লক্ষ্যে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ উত্তর হাবেলীতে দেশের সকল আশেকান ভক্তবৃন্দ সহ এলাকাবাসীকে আমন্ত্রন জানিয়েছেন দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ মুজিবুল হোসাইনী লিটন বড় হুজুর।