স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে ও শান্তি পূর্ণভাবে ৭ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার কোন পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা ।গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ বদিউজ্জামান জানান, এ কেন্দ্রে ৭টি বিদ্যালয়ের মোট ৫৯৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫৯২ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত রয়েছে ১ জন।
গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ও মাধবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস,এম আবু জুবায়ের বলেন,এই কেন্দ্রে আজ নকলমুক্ত পরিবেশে কোন পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে ।