আজিজুল হক নাসির,চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়র গাছ গ্রামস্ত ঢাকা-সিলেট প্রাক্তন মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটো রিক্সার মূখোমূখী সংঘর্ষে ঘটনা স্থলেই একব্যক্তি নিহত ও সিএনজির ড্রাইভার সহ অপর তিন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন, উপজেলার চান্দপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে অটোরিকশা চালক হারুন মিয়া (৪০) ও একই গ্রামের অলি উল্লাহর ছেলে অটোরিকশা যাত্রী তারা মিয়া (৪৫)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাস্তায় পড়ে থাকা ক্ষত বিক্ষত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার ইনাতাবাদ গ্রামের আঃ সহিদ (৬০)।
স্থানীয়দের সুত্রে জানাযায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে চান্দপুর থেকে চুনারুঘাট পৌর শহরে যাচ্ছিল। পথে দেওরগাছ এলাকার ব্রাক অফিসের বাহাদুর খা সর্দারবাড়ির কাছে চুনারুঘাট থেকে চান্দপুরগামী অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদ মিয়া নিহত হন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।