চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর সরকারি সফরে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের জন্য ইন্দোনেশিয়া সফর করেছেন।
গত ২৩ই জানুয়ারী রাত ১০টা ১৫মিনিটে ইন্দোনেশিয়া সফরের উদ্দেশ্য চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরসহ ১০জনের প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করেন। গত ২৯ই জানুয়ারী রাত ৯টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরসহ প্রতিনিধি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
এ প্রতিনিধি দলে আরও ছিলেন প্রেটো বাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রইছউল আলম মন্ডল, ভুমি মন্ত্রালয়ের যুগ্ম সচিব মোঃ সিরাজুল ইসলাম, নারায়নগঞ্জের জেলা প্রসাশক মোঃ আনিছুর রহমান মিয়া, সিলেটের জেলা প্রসাশক জয়নাল আবেদীন, অর্থমন্ত্রালয়ের উপ সচিব মোঃ রাশেদুল আমিন, প্রধানমন্ত্রী কার্যলয়ের পরিচালক আহছান কিবরিয়া সিদ্দিকী, কক্্রবাজারের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, বেজা ব্যবস্থাপক (অর্থ ও বাজেট)(মোঃ সুয়েব। এ প্রতিনিধি দল ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।