এম এ আই সজিব ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১০ জন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আলম মিয়ার বাড়ি রংপুরের তারাগঞ্জে। সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন জানান, সকালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাসের সঙ্গে সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আলম মারা যায়। এসময় আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।