নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে নৌ-পথে চুলাই মদ পাচারকালে ২৭০ লিটার চুলাই মদসহ মাদক ব্যবসায়ী হায়দার আলী (৫৫), নুর উদ্দিন (৫০) কে আটক করেছে কাকাইলছেও নৌ-পুলিশ।
জানাযায়, কাকাইলছেও ইউনিয়নের সৌলরী মুচি পাড়া থেকে ২৭০ লিটার চুলাই মদ নিয়ে বানিয়াচুং উপজেলার পহেলা কান্দি গ্রামের হায়দার আলী(৫৫) নুর উদ্দিন (৫০), ভেরা মোহনা নদীর পূর্ব পাশ দিয়ে নৌ-পথে পাচারকালে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান ছালিয়ে ৩১-০১-২০১৬ ইং রবিবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পথে অভিযান চালিয়ে উল্লেখিত চুলাই মদসহ তাদেরকে আটক করে।
তাদের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।