আজিজুল হক নাসির: হবিগঞ্জের চুনারুঘাট আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী
অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জাকারিয়ার উপস্থাপনায় বিদ্যালয় গভার্রনিং বডির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ
সদস্য এড: মাহবুব আলী। বিশেষ অতিথি
উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি
প্রাক্তন চেয়ারম্যান আ: রশিদ
মাষ্টার,উপজেলা আওয়ামীলিগের তত্ব ও
গবেষনা বিষয়ক সম্পাদক হাছন আলী, উপজেলা যুবলীগ
সভাপতি লুৎফুর চৌধুরী, সেচ্ছা সেচ্ছাসেবকলীগের
সভাপতি রতন সরকার, তরুণলীগের আহবায়ক রুমান
ফরায়েজী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের
আহবায়ক কবির খন্দকার, পৌর কমিশনার মর্তুজ
আলী সরদার, ১নং আওয়ামীলিগের সভাপতি হুমায়ুন
কবির, সাধারন সম্পাদক আ: মালেক মাষ্টার,
বিদ্যালয় গভার্নিং বডির সদস্যবৃন্দ আবুল
কালাম শামছুদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, আবুল
কাশেম মাষ্টার, দিদার হোসেন,
উম্মে মাহমুদা সুলতানা। যুবরাজ ঝরা
রিপোটার্স ইউনিটি সভাপতি ও বিদ্যালয়ের
শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক নুরুল আমীন,
সোয়েব চৌধুরী, ইউপি মহিলা সদস্য আয়েশা
আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন আবুল খায়ের,
চাঁন মিয়া, আলী রহমান, বাজার সেক্রেটারী
মিজানুর রহমান, মুজিবুর রহমান, ডা: আলমঙ্গীর
হোসেন,রায়হান আহমেদ ইউপি সেচ্ছা সেবক
সভাপতি শাহ্ আলম, ওয়াহিদুল ইসলাম, ডা:
শামীম শিক্ষক মন্ডলী ,ছাত্র-ছাত্রী,
অবিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও
সর্ব স্থরের জনগন।অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্য কালে, শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন,শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারেনা।তবেশিক্ষা নয় সুশিক্ষাই জাতির মেরুদন্ড।।শিক্ষার উদ্দেশ্য মনুষত্বের বিকাশ। সুশিক্ষা নীতি চালুর মাধ্যমে মুক্তি যোদ্ধের ইতিহাসকে বিকৃতির হাত। থেকে রক্ষা করতে হবে এবং দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে জুনিয়র স্কুলে রুপান্তিত করা হবে। আমুরোড হাই স্কুল এন্ড কলেজের উন্নয়নে তাঁর সর্বাত্বক সহযোগীতার আশ্বাস ও দেন।অনুষ্ঠানে শিক্ষক, গভার্রনিং বডির সদস্যগন সহ প্রায় সকল বক্তারাই বিদ্যালয়ের উন্নয়নে ব্যাপক ভূমিকার জন্য ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর প্রতি কৃতঞতা প্রকাশ ও ধন্যবাদ ঞাপন করেন।