তোফাজ্জল হোসেন : হবিগঞ্জের মাধবপুরে শাহজিবাজার রিয়াজনগর গ্রামে দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক সুন্নী মাহাসম্মেন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে সভাপতিত্বে মোঃ আমির আলী যাদু মিয়ার পরিচালনায় মোঃ গাজীউর আব্বাসের, প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন, আলহাজ্ব মাওঃ গাজী তামিম বিল্লাহ্ আল-ক্বাদরী সাহেব, আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওঃ কুতুব উদ্দিন আল-ক্বাদরী সাহেব কচুয়া দরবার শরীফ। প্রধান বক্তা ছিলেন ক্বারী মারুফ বিল্লাহ সাহেব, কালিকাপুর।
আরো উপস্থিত ছিলেন উস্তাদুল উলামা হাফেজ মাওঃ নুরুল ইসলাম, সাবেক ইমাম ফতেহ্গাজী (রঃ)জামে মসজিদ শাহজিবাজার, হাফেজ মোঃ ফয়সল আহম্মেদ,সহকারী শিক্ষক, রিয়াজনগর হাফিজিয়া মাদ্রাসা, উক্ত গ্রামের মুরবীগন আলহাজ্ব মোঃ এলাইছ মিয়া, হাজী মোঃ শিশু মিয়া, হাজী জলফু মিয়া, মোঃ ঈমান আলী, হাজী মোঃ আছিব আলী, প্রমুখ। সম্মেলনে অএ মাদ্রাসার পাঁচ জন্য ছাএদের কে পাগড়ি প্রদান করা হয়।
আলোচনার মাধ্যমে বক্তারা বলেন মমিন হতে হলে প্রতিটি মুসলমানকে আল্লাহ হুকুম পালন ও রাসুল( সাঃ) এর আদর্শ মেনে চলতে হবে এবং খারপ কাজ পরিহার করতে হবে। তাহলেই একজন সঠিক মমিন হওয়া সম্ভব।
দাওয়াতএমে ঃ আলহাজ্ব হাফেজ কাবারী মোঃ নাছির উদ্দিন সাহেব, প্রধানা শিক্ষক, অএ মাদ্রাসা।