স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গনে জুয়ার আসর বসেছে। এতে করে শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। অভিযোগ উঠেছে কতিপয় অসাধু পুলিশ সদস্যদের ম্যানেজ করে তাস দিয়ে এ জুয়ার আসর বসে। এতে সরকারি অফিসের কর্মচারী ও গাড়ি চালকরাও জড়িত রয়েছে। শনিবার দুপুরে কোর্ট প্রাঙ্গণে গিয়ে সরেজমিনে দেখা যায়, নিম গাছ তলায় কয়েকজন গাড়ি চালক জুয়ার আসর বসিয়েছে। আর এতে কতিপয় এক পুলিশ পাহারায় রয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।