চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আফজাল আহমেদ চৌধুরী’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য শিক্ষক রাখেন অত্র বিদ্যালয়ের বাবু হরিপদ দেব নাথ।
এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আজগর আলী দুদু মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, রানীগাও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আইয়ূব আলী, গর্ভনিংবডি সদস্য ও রানীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ জলিল মেম্বার, সাবেক সভাপতি মুশফিক হোসেন চৌধুরী, গর্ভনিংবডিরর সদস্য আঃ গনি, সাবেক শিক্ষক শফিক উদ্দিন, গর্ভনিং বডির সদস্য শ্যামল চন্দ্র শীল, সাহেব আলী প্রমুখ। উল্লেখ্য, এ বছর অত্র বিদ্যালয়ে থেকে ১৫১ জন পরিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ্র গ্রহন করবে।