প্রেস বিজ্ঞপ্তি : এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শাহজীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জি, পি, এ -৫ পেয়েছে সৈয়দ ওয়ালিদুর রহমান জিসান। সে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের (সাহেব বাড়ী)পীরজাদা সৈয়দ আতাউর রহমান শাহ্ (কায়েস) ও কাজী সুফিয়া বেগমের ছোট ছেলে। সে তার উন্নত ও উজ্জল ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে সকলের দোয়া ও আর্শিবাদ পার্থী। জিসান বড় হয়ে দেশ ও জনগণের খেদমত করতে চায়। আল্লাহ্ যেন তাকে সে সুযোগ করে দেন। (আমিন)।