হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধর্না ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক কাজী সাইফ উদ্দিনের সঞ্চালনায় সংবধর্না সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বহরা ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলা উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিঞ্চু পদ পাল, সাংবাদিক হামিদুর রহমান,মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল মিয়া,সহকারী শিক্ষক রুকন উদ্দিন,সহকারী শিক্ষক কাজী আঃ হান্নান প্রমুখ এর আগে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।