হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নিজনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,শুক্রবার রাত ৯টায় গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর বিওপি’র একটি টহল দল সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার সিজার মূল্য-৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করা হবে।