এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামন থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পাচারকারীদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি আটক করা হয়। এ সময় সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১৬-৪৬৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় বাহুবল উপজেলার মামদনগর গ্রামের মৃত গোলশান আলীর পুত্র মাদক ব্যবসায়ী রুবেল (২৫) কে আটক করা হয়। তার সাথে মাদক ব্যবসায়ী মুখলেছ মিয়া ও লিটন মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ উলেখিত গাঁজা জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।