চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামন থেকে সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১৬-৪৬৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যান আটক করে।
এ সময় বাহুবল উপজেলার মামদনগর গ্রামের মৃত গোলশান আলীর পুত্র মাদক ব্যবসায়ী রুবেল (২৫) কে আটক করা হয়। তার সাথে মাদক ব্যবসায়ী মুখলেছ মিয়া ও লিটন মিয়া পালিয়ে যায়।
পরে পুলিশ পিকআপসহ উল্লেখিত গাঁজা জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।