চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারের কো-অপারেটিভ ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় কো-অপারেটিভ মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
কো-অপারেটিভ ক্লাবের সভাপতি মোঃ হারুন লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদের পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, মহিলা কাউন্সিলর মাশুরা বেগম পাবনা, সাবেক কাউন্সিলর সৈয়দ বজলুর রশিদ, উপজেলা শিক্ষক সমিতি জমিয়তুল মুদারিছিনের যুগ্ন-সম্পাদক শেখ ফজলুল হক কাজল, শামীম লস্কর, শাহিনুর লস্কর, মোঃ লিটন চৌধুরী,দলিল লেখক মহিদুল ইসলাম মনসুর, বাচ্চু চৌধুরী, কাউছার আহমেদ চৌধুরী শিবলু, সমাজ সেবক তাজুল ইসলাম বাহার, সিসিএ’র আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
উক্ত খেলার আয়োজকরা হলেন-সাইফুর রহমান সোহাগ, সফিকুল আলম সোহাগ, মাসুক মিয়া, সুহেল আরমান, শাহজাহান মিয়া, শিফন খান, জুনেদ সহ আরোও অনেকই। খেলায় শাহজাহান ট্রিম বনাম ইফতেখার আলম রিপন এর ট্রিম মধ্যে মুখোমুখি হয়। এতে শাহজাহান ট্রিম বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী শাহজাহানের দলের মাঝে ১টি টিবি এবং রানার্সাপ রিপনের ট্রিমকে ১ মোবাইল ফোন তুলে দেন।