নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন শাখা কর্তৃক গতকাল বৃহস্পতিবার রাতে আউশকান্দি জামে মসজিদ সংলগ্ন মাঠে শহীদ জিয়াউর রহমান মিনি ফুটবল টুর্নামেন্ট-২০১৬ইং উদ্বোধন করেছেন অনুষ্টানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এবং পৌর সভার তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম। স্থানীয় ইউপি যুবদলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদেও পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউপির আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাউছার আহমদ, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক এবাদুর রহমান দারা, কাজী সেলিম, ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, আব্দুল তাহিদ, হাবিবুর রহমান, মোঃ জুয়েল, আমিনুল ইসলাম, জুবায়ের ইসলাম, আবু বক্কও, রাজু, সাজু, কাজী আলী আকবর, মঞ্জু, মাজু, নুর ইসলাম, মহসিন আহমদ প্রমূখ। উক্ত টুর্নামেন্টে প্রায় ২২টি দল অংশ গ্রহন করেছে। প্রতি দলে ৩ জন করে খেলোয়াড় অংশ নিতে পারবে। খেলাটি উপভোগ করার জন্য দর্শকদেও উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। পরে অনুষ্টানের প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্টানিক ভাবে শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এবং মাঠে অংশ গ্রহনকারী খেলোয়াড়দেও সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।