মোঃ রহমত আলী ॥ আজমীরীগঞ্জের মিবপাশায় দুই ভূমিহীন পরিবার লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। শিবপাশা ফাড়ির পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদরে মধ্যে গুরুতর অবস্থায় শাকিলা বেগম (৩০) , আজমান মিয়া (৫০), হুমাউন আহমদ (৫৫), আব্দুল আহাদ (৬২), অনিক মিয়া (১৮) ও আব্দুল করিম মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, উপজেলার শিবপাশা গ্রামের ভূমিহীন আলী রহমান ও আব্দুর করিম দিঘদিন ধরে স্থানীয় বাজার সংলগ্ন কিছু খাস ভূমি দখল করা চেষ্টা চালায়। ওই জমি একই গ্রামের জাপ্পু মিয়া গংরা সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে স্থায়ী বন্দুবস্ত নিয়ে ভোগ দখল করছেন। ভূমিহীন আলী রহমান ও আব্দুর করিম জায়গাটি দখলের চেষ্টা করলে জাপ্পু মিয়ার সাথে বিরোধ সৃষ্টি হয়। তাদেও বিরোধ বেশ কিছুদিন ধরে চলছিল। বৃহ¯প্রতিবার সকাল ১০টায় আলী রহমান ও আব্দুর করিম বিরোধপূর্ণ জায়গা দখলের উদ্যোশে তার লোকজন নিয়ে জাপ্পুর স্থাপনা ভাংচুর করতে শুরু করে। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্র্ষে লিপ্ত হয়ে পরে। খবর পেয়ে শিবপাশা ফাড়ির একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।