হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালি কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিগঞ্জ-লাখাই আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান, এডভোকেট সালেহ আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হুসেন চৌধুরী অসিম, মশিউর রহমান শামীম, মর্ত্তুজ আলী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, ইমদাদুল হক, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ও বর্তমানে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, পিপি আকবর হুসেন জিতু, হুমায়ুন কবির রেজা, মুক্তার হুসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে কেক কাটা হয়। আলোচনা সভাশেষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে।