হামিদুর রহমান,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি’র নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খাঁন পিএসসি এ ভবনের উদ্বোধন করেন। এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, , স্টাফ অফিসার(অপারেশন) মেজর সাহেদ মেহের, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মোশারফ হোসেন, চেয়ারম্যান পারভেজ চৌধুরী, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মোঃ এমদাদুর রহমান মিঠু, সহকারী ব্যবস্থাপক দ্বীপন কুমার সিং, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শংকর পাল সুমন, সাধারন সম্পাদক অলিদ মিয়া,সাংবাদিক হামিদুর রহমান, সমাজসেবক আব্দুল মালেক মোহন মিয়া, যুবলীগ নেতা কাউছার খাঁন, পঞ্চায়েত প্রধান খোকন তাতি,ইউ/পি সদস্য রাজ কুমার ঘোষ প্রমূখ।