চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সিংপাড়া খোয়াই স্পোটিং ক্লাব (জুনিয়র) এর উদ্যোগে সারাদিন ব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন রকম খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক চান মিয়ার সভাপতিত্বে ও মোঃ আজাদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ও টুর্নামেন্টর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও ১০নং মিরাশী ইউনয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইলিয়াছ তালুকদার, হাজী আব্দুল হাই (মাখন মিয়া), জাসদ নেতা মোঃ শাহ আলম তালুকদার, মেম্বার প্রার্থী আঃ শহিদ, সৌদি প্রবাসী মাফুল মিয়া, জালাল মিয়া, রাসেল মিয়া, ফিরুজ মিয়া, রহুল আমিন, শামীম মিয়া, সিংপাড়া খোয়াই স্পোটিং ক্লাব (জুনিয়র) এর সভাপতি নাইম তালুকদার ও সেক্রেটারী বাবু প্রমুখ।