বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মাদরাসা ছাত্র সালমান হত্যা মামলায় দুই আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত। বুধবার জেলা দায়রা জজ আদালতে আসামী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও সিনিয়র শিক্ষক মাওলানা বশির আহমদ জামিন প্রার্থনা করলে বিচারক মনির আহমদ পাটোয়ারী তা না মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবি মখলিছুর রহমান আসামিদের জামিন নামঞ্জুর এর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুই আসামী জামিন প্রার্থনা করলে তা না মঞ্জুর করে পূণরায় জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে খুন হন সদরের দারুল উলুম মাদানীয়া মাদরাসার ফজিলত প্রথম বষের ছাত্র সালমান আহমদ। এ ঘটনায় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, তার বোন জামাই (মাদরাসার মুহাদ্দিস) মাও. বশির আহমদ, নতুনবাজারের বাসিন্দা রুবেল (২৫) ও রাহাত (২০) নামের দুই যুবক জেলহাজতে রয়েছেন। নাঈমকে পুলিশ গ্রেফতার করলেও দুইদিন কারাবাসের পর জামিনে বেরিয়ে আসে সে।