স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে হরিণখোলা সেনা স্মৃতি শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য আলেভাচনা সভায় সেনা স্মৃতি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা,পরিচালক সাজেন্ট(অবঃ)মাজাহারুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কান্দও মীর্জা ফারুক,দেব পুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছাদ্দুক আহম্মদ মাষ্টার,সাংবাদিক মীর শরীফুল ইসলাম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল মোবারক,ডাঃ সুধির চন্দ্র দাশ(নান্টু),নিয়ামত আলী,মিলন খান,বিদ্যালয়ের শিক্ষক সুব্রত চন্দ্র দত্ত,তরিকুল ইসলাম মীর্জা সোহেল,দিলিপ বিশ্বাস,রুপম চন্দ্র দাশ,অভিভাবক সদস্য মারজানা মনির,সুর্পনা আক্তার,আবুল কালাম,সহকারী শি প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা।