মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ থেকে মৌলভীবাজার প্রায় ১০০ কিলোমিটার শীতকালীন সাইকেল ভ্রমন করেছে নবীগঞ্জ লাল সবুজ সাইক্লিং ক্লাব। মঙ্গলবার সকালে বাংলাদেশেরর প্রথম এভারেষ্ট জয়ী মুসা ইব্রাহিম সঙ্গে ৪০ জেলা সাইকেল ভ্রমণকারী ও ক্লাবের সভাপতি মো.মাজহারুল ইসলাম তারেকের নেতৃত্বে উক্ত শীতকালীন সাইকেল ভ্রমন অনুষ্ঠিত হয়।লাল-সবুজ সাইক্লিং ক্লাবের নেতৃবৃন্দরা মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে সাইকেল দ্বারা ভ্রমন করেন।
দিনব্যাপী ভ্রমন শেষে সন্ধার দিকে তারা নবীগঞ্জে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান- মৌলভীবাজারের দৃষ্টিনন্দন এ চা বাগান সবুজে আচ্ছাদিত, পাখিদের কলকাকলিতে মুখরিত মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক। এটি মৌলভীবাজারের ৯০ বছরের পুরনো রিজার্ভ ফরেস্ট। এখনও বানর, হনুমান, শিয়াল, মেছোবাঘ, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। ঘুঘু, শালিক, কাঠঠোকরা, বাবুই সহ বিভিন্ন প্রজাতির পাখি এবং শাল, গর্জন, শিমুল, সেগুন সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। দৃষ্টিনন্দন বর্ষিজোড়া ইকোপার্ক পর্যটকদেরমুগ্ধ করে।
ভ্রমণকারীরা বলেন, প্রতিদিন ৩০ মিনিট অথবা বছরে ২ হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ কমে যায়। কার্বন নিঃসরণের হারও কমে। প্রায় ১০০ কিলোমিটার সাইকেল ভ্রমণে ক্লাবের সহ-সভাপতি মোজাহিদ আহমেদ, আমিরুল ইসলাম অমি, বেলায়েত হেসেন বোরহান, রফিকুল, সামুয়েল, জাবের, মামুন, জাকারিয়া, সবুজ, মাহবুব, হৃদয়, মোশারফ, শাকিল, রুহুল আমিনসহ অনেকেই অংশগ্রহণ করে।