আবু হেনা আজমিরীগঞ্জ থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে চুরি, ডাকাতি, দ্রুর্ত বিচার আইনে, পুলিশ এসল্ট, হত্যা, ধর্ষনসহ ১০ মামলার আসামি জাল নোটসহ কুখ্যাত ডাকাত সাবুল (৩৫) কে গ্রেফতার করেছের পুলিশ ।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের শিবপাসা গ্রামের আব্দুল হায়েছ মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত সাবুল জাল নোট দিয়ে গরু কেনার জন্য ২৬-০১-২০১৬ ইং মঙ্গঁলবার দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে যায়। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুজ্জামান পিপিএম ও এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান ছালিয়ে ডাকাত সাবুলকে তাড়া করে কাকাইলছেও আনন্দপুর গ্রাম সংলগ্ন বশিরা নদী সংলগ্ন এলাকা থেকে ১ হাজার টাকার ৫ টি জাল নোটসহ মাকাল অবস্থায় আটক করে।
পুলিশ সুত্রে জানাযায়, ২০১১ ইং সনে শিবপাসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন একটি মামলায় ডাকাত সাবুলকে গ্রেফতার করার জন্য অভিযান ছালালে ডাকাত সাবুল তাকে বেধর মারপিট করে হাত ভেঙ্গে ফেলে গুরুতর আহত করলে তার বিরুদ্ধে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করে। এছাড়া তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় চুরি ১ টি, ডাকাতি ১ টি , দ্রুত বিচার আইন ১ টি, হত্যা ২ টি, ধর্ষন ১ টি, মাদক ১ টি অন্যান্য ২ টি মামলাসহ ১০টি মামলা রয়েছে।